
প্রকাশিত: Tue, Jan 17, 2023 1:39 PM আপডেট: Sat, May 10, 2025 7:02 PM
আমাদের মেয়েদের পেছনের দিকে টানার চেষ্টায় আর লাভ হবে না
রাতিন রহমান : ওপেনার আফিয়া প্রত্যাশা। ৫ চার ও ৩ ছক্কায় ৪৩ বলে ৫৩ রান। অধিনায়ক দিলারা আক্তার। ২৭ বলে ৩৬ রান। ৩ চার ও ১ ছক্কায় ২৭ বলে ৩৬ রান। স্বর্ণা আক্তার। ৩ চার ও ২ ছক্কায় ২৮ বলে ৫০ রান। সবমিলিয়ে ২০ ওভারে ২ উইকেটে ১৬৫ রানের লড়াকু সংগ্রহ। লাস্ট ৮ ওভারে দিলারা-স্বর্ণা জুটি তুলেছে মাত্র ৮ ওভারে ৮১ রান! আমাদের কিশোরীদের প্রচণ্ড আগ্রাসনে দিশেহারা হয়ে পড়েছিল লঙ্কান বোলিং আক্রমণ।
সেই রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই মারুফা ব্রেক থ্রু এনে দিলেও ভিশ্মি গুনারত্নে ও দেওমি ভিহাংগার পালটা আক্রমণে এলো ৯৬ রানের জুটি। কিন্তু উইকেট নিতে না পারলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে লংকান ব্যাটারদের জয়ের ১১ রান দূরেই আটকে দিয়েছে টাইগার বোলারেরা। টানটান উত্তেজনার ম্যাচে ৯ রানের জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে দুর্দান্ত অথরিটিতে নিজেদের আগমনী বার্তা জানিয়ে দিয়েছে আমাদের মেয়েরা। গত ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারাবার ঘটনা পুরুষ এবং মহিলা মিলিয়ে আইসিসির যেকোনো ধরনের ইভেন্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়। এই জয়গুলো, মাথা উঁচু বুক সটান দাঁড়িয়ে পেশীশক্তির দুর্দান্ত জোরে সীমানার বাইরে আছড়ে ফেলা আমাদের মেয়েদের ছক্কাগুলো অন্ধবিশ্বাসী মূর্খ গবাদিদের জানিয়ে দিক যে আমাদের মেয়েরা ঘরে বসে থাকতে জন্মায়নি, তারা দুনিয়াটা জয় করতেই জন্মেছে, দেশকে আন্তর্জাতিক অঙ্গনে গর্ব আর সম্মান এনে দিতেই জন্মেছে। যতোই আমাদের মেয়েদের পেছনের দিকে টেনে নিয়ে যাবার চেষ্টা করা হোক না কেন, আর লাভ হবে না। জয় বাংলা। ফেসবুক থেকে
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!

চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে

‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!

কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!

সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি

ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
